জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন অনেকেরই দুই/তিনবেলা খাবারই খেতে হয় হোটেল কিংবা রেস্তারাঁয়। সেখানে অনেকেই মাংসও খেয়ে থাকেন।
কিন্তু প্লেটে পরিবেশন করা সেই মাংস মরা কিনা তা কল্পনাতেও আনেন না এসব কর্মজীবী মানুষ।
তবে এবার ভাবার সময় এসেছে। কারণ রাজধানীর বিভিন্ন দোকানে মারা যাওয়া মুরগিগুলো সস্তা দামে কিনে নিচ্ছে হোটেল ও রোস্তারাঁগুলো। পরে রান্না করে তা পরিবেশন করা হচ্ছে ভোক্তাদের খাওয়ার টেবিলে। আর এ কাজে জড়িত রয়েছে কিছু অসাধু চক্র, যারা হোটেল ও রেস্তোরাঁয় এই মরা মুরগিগুলো সরবরাহ করছে।
বিশেষজ্ঞরা বলছেন, মরা মুরগির মাংসে মানুষের মারাত্মক রোগব্যাধী হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ৪ নভেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে