রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে স্কুল ছাত্র খুন

সিনিয়র-জুনিয়র দ্বন্দে এবার প্রাণ হারাল জেএসসি পরীক্ষার্থী হাসান (১৬)। রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত স্কুলছাত্র হাসানের মৃত্যু হয়।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসানের বাবা মোঃ আলী গণমাধ্যমকে জানান, পরিবার নিয়ে লালবাগ এলাকার পোস্তায় থাকেন। তার ছেলে স্থানীয় একটি স্কুলের এবার জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) পরীক্ষার্থী ছিলেন। শুক্রবার ওই এলাকায় শিশু হাসপাতালের গলিতে সিনিয়র-জুনিয়র বিতর্ককে কেন্দ্র আলীসহ তিন-চারজন মিলে হাসানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: হাসান চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায়। ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top