গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বাসচাপায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী। তিনি সপরিবারে টঙ্গীর বাদাম এলাকায় ভাড়া থাকতেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, দুপুরে জরিনা বেগম টঙ্গী থেকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার ভাইয়ের বাড়িতে ছেলে ও তার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন। চন্দ্রা এলাকায় বাস থেকে নেমে পরে রিকশায় করে হরিণহাটি এলাকায় যাওয়ার পথে মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে আরেকটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে।
এসময় জরিনা বেগম রিকশা থেকে মহাসড়কে পড়ে গেলে দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময় : ২০২৮ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ