ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সাভারের শিমুলতলা এলাকায় সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আলপনা আক্তার (২৪)। তিনি পাবনা জেলার সাথিয়া থানার কল্যাণপুর গ্রামের আলম মিয়ার মেয়ে।
আলপনা আক্তার আল-মুসলিম নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
সাভার থানার ওসি মহাসিনুল কাদির জানান, সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ