আজ রোদ উঠলেও টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানীবাসীর জীবন। প্রায় সব পথই ডুবে গেছে পানিতে। গতকাল শনিবার দিনভর অঝোর ধারায় বৃষ্টিতে মিরপুর রোডে বেশ কয়েকটি নৌকা চলতে দেখা গেছে। মিরপুর রোড অল্প বৃষ্টিতেই ডুবে যায়। টানা দুই দিনের বৃষ্টিতে মিরপুর-১০ নম্বর থেকে কাজীপাড়া-শেওড়াপাড়া ডুবে একাকার।
দেখা গেছে, মিরপুরের অলিগলিতে হাঁটু পানি। মূল সড়কের কোথাও কোথাও কোমর পানি। এ অবস্থায় গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িও তেমন ছিল না। এ অবস্থায় সাধারণ মানুষের কাছে ভরসার প্রতীক হয়েছে নৌকা। সেই কারণে গতকাল দুপুরে শেওড়াপাড়া-কাজীপাড়া এলাকার নৌকা চলতে দেখা গেছে।
এছাড়া রাস্তায় পানিতে ভেলাও ভাসতে দেখা যায়। শিক্ষার্থী-চাকরিজীবীদের এসব নৌকা ও ভেলায় চড়ে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে হাসি-ঠাট্টা, আলোচনা-সমালোচনা।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ২২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ