করোনাঃ চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এটাই এ জেলায় একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে। ওই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২৮ জন। এ নিয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩১৯।

আজ রোববার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯টি ল্যাবে এক হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২০৪ জন মহানগরীর এবং ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নগরীর ছয়জন এবং বিভিন্ন উপজেলার তিনজন রয়েছেন।

এর আগে গত ৮ এপ্রিল এবং গত বছরের ২ জুলাই চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬ জন করে মারা যান।

Scroll to Top