আজ সোমবার নতুন করে মুন্সীগঞ্জে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০৯৬। জেলায় মোট মারা গেছেন ২৯ জন।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ৪৩ জন, টঙ্গীবাড়ি উপজেলায় তিনজন, সিরাজদিখান উপজেলায় একজন, লৌহজং উপজেলায় পাাঁচজন, শ্রীনগর উপজেলায় চারজন ও গজারিয়া উপজেলায় পাঁচজন রয়েছেন। সদর উপজেলাতে করোনা আক্রান্ত ৫শ’ ছাড়িয়ে গেছে।
এদিকে করোনায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ১৭ জন। টঙ্গীবাড়ি উপজেলায় পাঁচজন, সিরাজদিখান উপজেলায় দুজন, লৌহজং উপজেলায় চারজন ও শ্রীনগর উপজেলায় একজন। টঙ্গীবাড়ি উপজেলার ঢুলিহগ্রামের মারা যাওয়া জোৎস্না বেগমের (৫০) নমুনায় সোমবার করোনা শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জের স্বাস্থ্য বিভাগের ১১২ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন। সব মিলিয়ে করোনা জয়ীর সংখ্যা তিন শতাধিক।