বেশি দামে সামগ্রী বিক্রি এবং শারীরিক দূরত্ব বজায় না রাখার কারণে মাদারীপুর জেলার শিবচরে ৪ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২২ মে) সকালে উপজেলার পৌর কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। এসময় চারটি দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় না রেখেই কেনাবেচা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাঁচাবাজারে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান।
এসময় মাছ, মাংস, কাঁচাবাজার ও মুদি দোকানে অভিযান চালিয়ে মাংসের দোকানে পৌরসভা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অন্যান্য দোকানে শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দোকানগুলোতে শারীরিক দূরত্ব না মানা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের দায়ে ৪ ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। বাজার নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে।