গাজীপুরে দুই থানার ৩২ পুলিশ সদস্যের প্রাণঘাতী করোনা শনাক্ত

গতকাল সোমবার পর্যন্ত গাজীপুরে ৩২ পুলিশের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত। বাকি সাতজন গাজীপুর জেলা পুলিশের কালীগঞ্জ থানায় কর্মরত।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবারের তথ্য মতে মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে এ থানার আরও ৫ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শকের (এসআই) প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনাভাইরাস শনাক্ত হয়।

গত ১৮ এপ্রিল মেডিকেল টিম গাছা থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। তাঁদের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে গাছা থানার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে থানাটির ২৫ কর্মকর্তা-স্টাফের শরীরের করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। থানার আরও ৪২ জনের মতো পুলিশের ও স্টাফের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন সোমবার সন্ধ্যা পর্যন্ত আসেনি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।

এদিকে জেলা পুলিশের কালীগঞ্জ থানার সাতজনের মধ্যে করোনা সংক্রমণের তথ্য জানিয়েছেন জেলা পুলিশের কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। থানার আরও কয়েক সদস্যের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত তাঁদের পরীক্ষার ফলাফল আসেনি।

Scroll to Top