লকডাউন অমান্য করে গোপালগঞ্জে দোকান খোলার অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে ভ্রামামাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেথ সালাউদ্দিন দিপু এ জরিমানা করেন।
তিনি জানান, লকডাউন অমান্য করে গোপালগঞ্জ শহরের বেশ কিছু অসাধু ব্যবসায়ী দোকান খোলা রেখে ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
সে সময় জেলা শহরের সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান রড ও টিনের দোকান মেসার্স ফরিদ আহম্মদ ট্রেডার্স, মেসার্স সৌরভ ট্রেডার্স ও ভূইয়া ট্রেডার্সকে এক লক্ষ টাকা করে এবং মা ক্লথ ষ্টোরকে ৫০ হাজার টাকাসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।