গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। আজ রাত ১০টা থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এই আদেশের বলে এই জেলা থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না এবং অন্য জেলা থেকে এ জেলায় কেউ প্রবেশ করতে পারবেন না। এমনকি আন্তঃউপজেলা যাতায়াত ও এসময় সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ওই আদেশে জাননো হয়েছে।
এছাড়া জেলায় সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং ও ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবা এর আওতা বহির্ভুত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।