রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শোয়েব হোসেন জুয়েল (২২) নামের এক যুবক। শোয়েব হোসেন জুয়েল উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি মালিপাড়া গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।
সেই রোহিঙ্গা নারীর নাম রাফিজা খাতুন (১৮) বলে জানা গেছে।
শোয়েব হোসেন জুয়েলের বাবা মো. বাবুল হোসেন বলেন, ধর্মীয় বিধান মোতাবেক তারা বিয়ে করেছে শুনেছি। রাষ্ট্রীয়ভাবে বিধি-নিষেধ থাকায় আমি এ বিয়ে মেনে নিতে পারিনি। রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী দিতে গিয়ে এ বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। শুধু ধর্মানুযায়ী বিয়ে করে প্রশাসনের ভয়ে আত্মগোপন করে আছে তারা।
সিংগাইর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। খোঁজ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল