মানিকগঞ্জে নৃশংসভাবে গৃহবধূকে গলা কেঁটে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে খুয়ামুড়ি গ্রামে গৃহবধূকে শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। আজ শনিবার ভোরে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে সিংগাইর থানার সাব ইন্সপেক্টর মিরাজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তার বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরের ধানক্ষেতে নিয়ে একটি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আজ শনিবার ভোর রাতে ওই নারীর লাশ উদ্ধার করে। লাশটির সুরতাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর জানা যাবে কি দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। ব্যাপক তদন্ত ছাড়া এই হত্যাকাণ্ডের মোটিভ বলা সম্ভব হচ্ছে না। তবে এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতার জের কিংবা অন্য কোন কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিহতের স্বামীর বড় ভাই হারুন মিয়া জানান দু’জন প্রতিবেশির সঙ্গে তার ভাইয়ের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলেছিলো। এই নিয়ে আদালতে মামলাও চলছে। ওই বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হতে পারে।

Scroll to Top