আজ বৃহস্পতিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। বিমানটি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের দিকে যাচ্ছিল। এতে আরোহী ছিলেন ৬০ জন।
বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ ৮ উড়োজাহাজটি আজ সকাল ১০টা ২১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। যাওয়ার পথে উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে বিমানটি আবারও ঢাকার দিকে ফিরে আসে।
বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি নিরাপদেই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সব আরোহী নিরাপদে বেরিয়ে এসেছেন। তাঁরা সবাই সুস্থ আছেন। তবে এই ফ্লাইটের যাত্রীরা কখন বা কীভাবে সৈয়দপুরে যাবেন, এ ব্যাপারে কিছু জানা যায়নি।
বিমান সূত্রে জানা গেছে, ৬০ আরোহীর মধ্যে ৫১ জন যাত্রী ছিলেন। জনসংযোগ শাখার ব্যবস্থাপক তাসমিন আক্তার জানান, ৫১ জন যাত্রীকে আরেকটি ড্যাশ ৮ উড়োজাহাজে করে সৈয়দপুর পাঠানো হবে। আজ বেলা সাড়ে ১২টার দিকে এটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
:প্রথম আলো