রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় ভবন থেকে পড়ে রাজু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, চুরি করতে গিয়ে ভবনের পাইপ বেয়ে নিচে নামার সময়ে হাত ফসকে পড়ে সে মারা যায়।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রাজু জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বালুরচড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মুগদার মানিকনগর এলাকায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভোরে ওই এলাকার ছয়তলার একটি ভবনের পাইপ বেয়ে চুরি করতে উঠেন রাজু।
জানালার থাই গ্লাস খোলার সময় শব্দ হলে বাসার লোকজন চোর চোর বলে চিৎকার শুরু করে। পরে ওই যুবক ভয় পেয়ে তড়িঘড়ি করে নিচে নামতে গেলে পাইপ থেকে হাত ফসকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।