ভৈরবে ট্রেনের চাকায় আগুন, যাত্রীসহ বগি ফেলে ঢাকায় ট্রেন

কিশোরগঞ্জের ভৈরব স্টেশনে কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগির চাকায় আগুন লাগে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়মুড় করে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বগি রেখে ঢাকায় যাত্রা করে ট্রেনটি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার অমৃত লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশনে প্রবেশের পর ব্রেক করলে একটি বগির চাকায় আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা তড়িঘড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে। দুর্ঘটনা কবলিত বগিটি স্টেশনে রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে নোয়াখালী থেকে আসা উপকুল এক্সপ্রেস নামে একটি ট্রেনে করে ওই বগির আটকে পড়া যাত্রীদের ঢাকায় পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ০২ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top