নোয়াখালীতে ৩ মহিলা ছিনতাইকারী আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ রোগীর স্বর্ণের চেইন নিয়ে পালানোর সময় উপস্থিত জনতা তাদেরকে হাতেনাতে আটক করে।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরাবাদ থানার ধরমন্ডল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সুলতানা খাতুন (৩০), চম্পা খাতুন (১৪) এবং কিশোরগঞ্জের লাউড়া থানার অষ্টগ্রামের হোসনে আরা (৩৫)।

আটকের পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে পুলিশে সোপর্দ করে।

ছিনতাইয়ের শিকার হালিমা খাতুন জানান, সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য আমি টিকেট কাটার জন্য লাইনে দাঁড়াই। দীর্ঘ সারির এ লাইনে সামনে এবং পেছনে দাঁড়িয়ে থাকা অপরিচিত ৪ মহিলা আমার সঙ্গে ধাক্কাধাক্কির ভান করে। অতঃপর এক মহিলা আমার গলায় থাকা স্বর্ণের চেইন কেটে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় অপর তিন ছিনতাইকারী মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আমি চিৎকার দিলে উপস্থিত জনতা তাদের আটক করে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সেলিম ও দায়িত্বরত সহকারী সার্জন ডা. মাকসুদা সুলতানা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার রোগীদের ভিড় হয়। এই ভিড়কে কাজে লাগিয়ে কিছু সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র এমন ঘটনা ঘটাচ্ছে। আগেও ২ বার ছিনতাইকারী চক্রের মহিলাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আটকদের গ্রেফতার দেখিয়ে কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হবে।

Scroll to Top