যুবক যুবতীকে ব্ল্যাকমেইল মুক্তিপণ দাবীর অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ তারিখে বগুরার শেরপুরে গ্রীন চিলিস রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
জানা যায়,ওই দিন বিকেলে কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাগর নামে একটি ছেলে তার বন্ধু/ বান্ধবীর সাথে বগুড়া\’র শেরপুরে গ্রীন চিলিস রেষ্ট্ররেন্টে খেতে আসে।তাদেরকে স্থানীয় মাদকাসক্ত বখাটেরা মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করে। ফলে তারা দ্রুত খেয়ে হোটেল থেকে বের হতে গেলে বখাটেরা তাদের গতিরোধ করে পরিচয় জানতে চাইলে ভোক্তভোগীরা তাদের পরিচয় দেয়। তিনজনের বাড়ি শেরপুর বিধায় তাদের ভয় ভীতি দেখিয়ে বাড়িতে পাঠায়। আর সাগরকে একটি বাসার ছাদে নিয়ে নির্যাতন চালায় বখাটেরা।
গলায় চাকু ঠেকিয়ে ভোক্তভোগীর অভিভাবককে ফোন দিয়ে জানায় তাদের সন্তান আবাসিক হোটেলে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে এবং পঞ্চাশ হাজার টাকা ১ ঘণ্টার মধ্যে পাঠানোর জন্য মুক্তিপণ দাবি করে একটি বিকাশ নাম্বার পাঠায় পরিবারকে। ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসিফ ইকবাল সনি এবং শেরপুর থানার ওসি\’র তৎপর ভূমিকায় তাদের প্রেরিত বিকাশ নম্বরের ভিত্তিতে পুলিশ সাগরকে উদ্ধার করে।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান আশিক, শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ এবং তার সহযোগীবেলাল (টাকা লেনদেনের জন্য পাঠানো বিকাশ নম্বরের মালিক) ও সবুজকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ভুক্তভোগী র মৌখিক অভিযোগ গ্রহন করে তদন্ত সাপেক্ষ অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।বগুড়া জেলা পুলিশ সুপার ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ভুক্তভোগীকে নিরাপত্তার আশ্বস্ত দিয়ে বুধবার বিকেলে শেরপুর থানায় একটি মামলা দায়ের করে।
বাংলাদেশ সময় : ১৬২২ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ