সিগন্যাল অমান্য করে যাত্রী নামানোর সময় স্ক্রু ড্রাইভার দিয়ে এক অটোচালকের হাতের আঙ্গুল ফুটো করে দিয়েছে ট্রাফিক পুলিশ। এতে ওই অটোচালকের বাম হাতের আঙ্গুল থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রংপুর মহানগরীর পায়রা চত্বরের বিষু হোটেলের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর পায়রা চত্বরের বিষু হোটেলের কাছে এক অটোচালক যাত্রী নামাতে গাড়ি পার্কিং করলে মতিন নামে এক ট্রাফিক পুলিশ তার ওপর চড়াও হয়ে উঠেন। ট্রাফিক পুলিশ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা স্ত্রু ড্রাইভার দিয়ে অটোচালকের বাম হাতের আঙ্গুল ফুটো করে দেন। এসময় রক্তাক্ত অটোচালককে অনেক হুমকি ধামকিও দেয়া হয়।
এ ঘটনা দেখে মেরিন রাফি নামে কলেজ পড়ুয়া একছাত্র প্রতিবাদ করেন। এসময় ট্রাফিক পুলিশ মতিন জানান, অবাধ্য অটোচালকদের হাত, টায়ার ফুটো করাই নাকি তার কাজ। এদিকে একজন ট্রাফিক পুলিশের এমন নিষ্ঠুরতার ছবি ফেসবুকে ভাইরাল হয়ে প্রতিবাদের ঝড় উঠেছে।
এ ব্যাপারে রংপুর ট্রাফিক পুলিশের ইনচার্জ ফাহিম বলেন, ঘটনাটা তেমন কিছু নয়। অটোচালক সিগন্যাল অমান্য করে। তাই ট্রাফিক পুলিশ মতিন স্ক্রু ড্রাইভার দিয়ে অটোর টায়ার ফুটো করতে গেলে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি