‌‘মিথ্যা মামলা’ রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি-দখলের নতুন অস্ত্র

চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য বিভিন্ন থানায় হয়েছে মিথ্যা মামলা। অভিযোগ উঠেছে, নিজ ক্ষমতা প্রদর্শন ও প্রতিপক্ষকে শায়েস্তা করতে পেশা ও রাজনৈতিক দলের পরিচয়ে এসব মামলা করছেন অনেকে।

সন্ত্রাসীদের লাগাতার হামলায় নরসিংদীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ী শামস নামে একব্যক্তি। জেলা শহরের বাড়ি ছেড়ে উঠেছেন ঢাকার একটি আবাসিক এলাকায়। সেখানেও হামলার শিকার হয়েছেন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও। সংবাদ সম্মেলনে বর্ণনা দেন পুরো ঘটনার তিনি।

ভুক্তভোগী হাজী মো. শামস বলেন, যারা আমাকে হয়রানি করছেন তারা ক্ষমতায় শক্তিধর মানুষ। থানার ওসিকে দিয়ে ফোন করায়, সিআইডি থেকে ফোন দিয়েছে। তারা বলেছেন আপনি আসেন এবং আপনার ছেলেকে নিয়ে আসেন। তারা বলেছেন আপনার নামে অভিযোগ আছে। বাড্ডা থানা থেকে ফোন দেয়। এখন তারা এত বেপরোয়া হয়ে উঠেছে যে, যে কোনো সময় আমার প্রাণনাশের ভয় আছে।

প্রতিপক্ষের মিথ্যা মামলায় জেল খেটেছেন আরেক ব্যবসায়ী আবু সাদেক। জামিনে মুক্ত হলেও ভয় কাটেনি তারও। তিনি জানান, চাঁদাবাজি, প্রতারণা, গণহত্যাসহ একাধিক নতুন মামলায় তাকে ফাঁসানোর হুমকি দিচ্ছে প্রতিপক্ষ।

আবু সাদেক বলেন, একজনের কাছে ৬ কোটি ৬৩ লাখ টাকা তার কাছে পাই। একটা টাকাও দেননি। উল্টো ২৩ জানুয়ারি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছেন আমার নামে। আদালত জামিন দেয়ার পরও বিভিন্নভাবে তারা আমাকে হয়রানি করছেন। তারা বলছেন যে, আমার নামে আরও ১০টা হত্যা মামলা দিবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুলানের মামলায় ঢুকাবে।

চাঁদাবাজি, পাওনাদারকে শায়েস্তা করা বা ব্যবসা প্রতিষ্ঠান দখলের মত অসৎ উদ্দেশ্যে যারা মিথ্যা মামলায় মানুষকে জড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আইন ও বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৌহিদুল হক।

তিনি আরও বলেন, যারা ভূয়া মামলা করেছে বা মামলা বাণিজ্যের সাথে জড়িত, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা খুবই অপরিহার্য। অন্যথায় এরা মনে করবে যে, তাদের সময় আসলে বিভিন্ন জনকে কনভেন্স করে বা পরিচিত করে কাউকে হয়রানিমূলক মামলা দিয়ে সেখান থেকে অর্থসহ অন্যান্য সুযোগ সুবিধা হাতিয়ে নেয়া যায়।

জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে উল্লেখ করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন উইং কর্মকর্তা (ডিসি) মো. তালেবুর রহমান জানান, কেউ মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে পুলিশ।