কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণ লুট, গুলিবিদ্ধ ১

কুমিল্লার চৌদ্দগ্রামের একটি জুয়েলার্সে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণ লুট করেছে ডাকাত দল। এ ঘটনায় পাশের মোবাইল দোকানের মালিক মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় অবস্থিত প্রীতি জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকান মালিক রবীন্দ্র চন্দ্র দত্ত জানান, তিনি পাশের মার্কেটে ছিলেন হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ ও চিৎকার শুনে তিনি দোকানের সামনে আসেন। ওই সময় ছয় থেকে সাত জন ডাকাত মুখে মুখোশ পরে, দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে। ডাকাতরা দোকানে থাকা তার ভাতিজা পলাশের দিকে পিস্তল ঠেকিয়ে সেলফের গ্লাস ভেঙে স্বর্ণ বের করে ব্যাগে ভরে ফেলে। তারা ড্রয়ারে থাকা স্বর্ণও লুটে নেয়। পলাশ চিৎকার করলে, ডাকাতরা তার গলায় চাপাতি ধরে তার গলার চেইন নিয়ে যায়।

এদিকে, দোকানে চলা ডাকাতির শব্দ শুনে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের সামনে আসলে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করে। তবে, মোবাইল দোকানের মালিক মোশাররফ হোসেন বাহির থেকে দোকানের দরজা বন্ধ করার চেষ্টা করলে ডাকাতদের এক সদস্য তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে, মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা জানান, এশার নামাজের সময় ককটেল বিস্ফোরণের পর একে একে গুলির আওয়াজ শোনেন তারা। পরে জানেন, ডাকাতি সংঘটিত হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, ডাকাতির ঘটনায় এক সদস্যকে আটক করা হয়েছে। ওই ডাকাত সদস্য ঢাকার উত্তরখান এলাকার বাসিন্দা। দোকানের মালিক ২৫ ভরি স্বর্ণ লুট হওয়ার কথা জানিয়েছেন। ব্যবসায়ী রবীন্দ্র চন্দ্র দত্ত থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ অভিযানে নেমে অপর ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে।