সমন্বয়ককে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহের গৌরিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোবারক হোসেন অভিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত ছাত্রলীগ নেতার নাম মোস্তাক আহমেদ নোমান। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, গতকাল শনিবার রাতে মোবারক হোসেন অভির ওপর হামলা চালায় আটক হওয়া নোমান। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়।

এ ঘটনায় গৌরিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পরপরই গরীবপুর সেনা ক্যাম্প বিষয়টি অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

এ বিষয়ে মেজর জায়েদিদ বলেন, এ অভিযানে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং নির্ভুল পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, আহত সমন্বয়ক মোবারক হোসেন অভি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে আশংকামুক্ত আছেন। তার পায়ে দশটি সেলাই করা হয়েছে।

Scroll to Top