টাঙ্গাইলে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইলের পূর্ব মধ্যপাড়া এলাকার বাড়ির পাশের পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পূর্ব মধ্যপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাত ৩টা থেকে শিশু মোহাম্মদ আলীকে ঘরে পাওয়া যাচ্ছিল না। পরে আশেপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো হদিস পায়নি। এরপর শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শিশুটির মা হিরা বেগম রাগের বশে পানিতে ফেলে দেয়ার কথা স্বীকার করেছে বলেও জানায় স্থানীয়রা।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শিশুটির মাকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Scroll to Top