গাইবান্ধায় দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গাইবান্ধা জেলা শহরে অভিযান চালিয়ে অনুমোদন না থাকা দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে জেলা প্রশাসন। এ সময় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনিষ্ট সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানাও করে জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জেলা শহরে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত কানিজ হাসপাতালের ল্যাবে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পল্লী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও নর্থ বেঙ্গল ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠান দুটিকে সিলগালা ও বন্ধ করে দেয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে গাইবান্ধা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সারোয়ার জাহান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি অতনু সাহা উপস্থিত ছিলেন।

Scroll to Top