নিখোঁজের দশ দিন পর কর্ণফুলী নদী থেকে জনি মুখার্জী নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার কর্ণফুলী নদীর শাহ আমানত সেতুর মন্দিরঘাট এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুন দুপুর দেড়টার দিকে জনি পরিবারের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় গত ১ জুলাই তার স্ত্রী মুক্তা ভট্টাচার্য পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
বুধবার রাতে শাহ আমানত সেতুর মন্দির ঘাট এলাকায় দুটি লাইটারেজ জাহাজের মাঝখানে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌপুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। পরে জনির স্বজনরা পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করেন।
সদরঘাট নৌ থানা পুলিশের ওসি মো. একরাম উল্লাহ জানান, পারিবারিক অশান্তির কারণে অভিমান করে জনি বাড়ি থেকে বেরিয়ে যান। জিডি হওয়ার পর আমরা তার খোঁজে সম্ভাব্য বিভিন্ন স্থানে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করি। নতুন ব্রিজের পূর্ব পাশে অস্থায়ী নৌঘাটের একটি পন্টুন থেকে জনিকে কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়তে দেখা যায়। নিখোঁজের দশ দিন পর তার লাশ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।