শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কর্ণফুলি মাল্টিপারপাসের বিরুদ্ধে, ভুক্তভোগীদের বিক্ষোভ

দ্বিগুণ লাভ দেয়ার লোভ দেখিয়ে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কর্ণফুলি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। এসব টাকা উদ্ধারের দাবিতে রোববার (২৩ জুন) দুপুর থেকে মিরপুরের মেইন সড়ক অবরোধ করে আন্দোলন করে ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, এটি জসিম গ্রুপের একটি মাল্টিপারপাস সংস্থা। তারা দ্বিগুণ টাকা দেয়ার লোভ দেখিয়ে হাজার হাজার ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়েছে। যার পরিমাণ শত কোটি টাকার ওপরে বলে জানান তারা।

জসিম মেডিকেলটি বিক্রি করার খবরে একত্রিত হোন ভুক্তভোগীরা। পরে মেডিকেলের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। যার প্রভাবে মিরপুর-১১ তে তীব্র যানজট সৃষ্টি হয়। ভুক্তভোগীদের বেশির ভাগ গার্মেন্টস কর্মী।

তাদের দাবি, গ্রুপের প্রতিষ্ঠাতা জসিমকে গ্রেপ্তার এবং তাদের টাকা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

Scroll to Top