killing old man

পাওনা টাকার জেরে বৃদ্ধকে কিল-ঘুসিতে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকাকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সানু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানু মিয়া ওই এলাকার আলমগীর মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমান ও আখতার মিয়া সিলেটে একটি ভাঙারির দোকানে কাজ করেন। এ সুবাদে হাবিবুরের তিন হাজার টাকা পাওনা ছিল আখতারের কাছে। ঈদুল আজহার ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকালে হাবিবুর তার পাওনা টাকা চান আখতারের কাছে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয়। খবর পেয়ে আখতারের চাচা সানু মিয়া সেখানে গেলে তাকে মারধর করেন হাবিবুরসহ তার লোকজন। লাগাতার কিল-ঘুসিতে অচেতন হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সোহাগ রানা বলেন, এ ঘটনায় নিহত সানু মিয়ার ছেলে বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ইতোমধ্যে ২ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Scroll to Top