metrorail

পকেট কাটতে উঠেছিলেন মেট্রোরেলে, যা ঘটলো ভাগ্যে

মতিঝিল থেকে উত্তরার দিকে যাওয়া মেট্রোরেল থেকে এক পকেটমারকে আটক করেছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ওই পকেটমারকে ধরার পর তেজগাঁও থানায় সোপর্দ করা হয়।

এর আগে ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট নামের একটি গ্রুপে মেট্রোরেলে পকেটমার ধরা পড়ার বিষয়টি জানিয়ে পোস্ট করেন ভোমর ধীমান নামে এক ব্যক্তি। সেই পোস্ট থেকে জানা যায়, ঘটনার সময় তিনি ওই মেট্রোট্রেনে ছিলেন।

পকেটমারকে আটক করার বিষয়টি নিশ্চিত করে মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, কারওয়ানবাজার স্টেশনে ট্রেন থামলে যাত্রীরা নামার সময় একজন পকেটমার হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়। তেজগাঁও থানার ওসি মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ বা এমআরটি পুলিশ নিয়োজিত রয়েছে। এ ছাড়াও মেট্রোরেলের সবগুলো স্টেশন ও কোচ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত।

Scroll to Top