হবিগঞ্জের মাধবপুরে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান বাবু নামে এক কারখানা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী শ্রমিকের বেতন আটকে রেখে যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে গ্রেপ্তার কর্মকর্তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোরে মাধবপুর উপজেলার হরিণখোলা কোয়ালিটি ফিড নামে একটি কারখানা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। মেহেদী ওই কারখানার ডেপুটি ইনচার্জ পদে কর্মরত ছিল।
যৌন হয়রানির শিকার ওই নারী বাদী হয়ে মেহেদী হাসান বাবুর বিরুদ্ধে মাধবপুর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন।
ভুক্তভোগী নারী জানান, হরিণখোলা গ্রামে অবস্থিত কোয়ালিটি ফিডে কাজ করার সময় বাবু তাঁকে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। এর প্রতিবাদ করতে গেলে ওই কর্মকর্তা তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। পরে ঘটনাটি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানালে তারা মামলা করার পরামর্শ দেন।
কারখানার ইনচার্জ আরিফুর রহমান জানান, বাবুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই ওই নারী শ্রমিককে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। আসামি বাবুকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মুজিবুর রহমান চৌধুরী।