মাটি খুঁড়ে মিলল হাজার বোতল ফেনসিডিল

রাজশাহীর চারঘাট উপজেলার একটি আমবাগানের মাটি খুঁড়ে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রাওথা গ্রামের একটি আমবাগান থেকে ফেনসিডিলগুলো উদ্ধারের পর সেগুলো জব্দ করে থানায় নেয়া হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের কাছে তথ্য ছিল- এলাকার একজন মাদকবিক্রেতা আমবাগানে বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল পুঁতে রেখেছেন। সকালে সেগুলো তুলে বিক্রি করা হবে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার ভোরেই পুলিশ অনুসন্ধান চালিয়ে মাটির নিচে থাকা ফেনসিডিলগুলোর অবস্থান নিশ্চিত হয়। এরপর ফেনসিডিলগুলোর মালিকের জন্য দীর্ঘ সময় ধরে পুলিশ বাগানের আশপাশে অবস্থান করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক বিক্রেতা আর ফেনসিডিল তুলে বিক্রি করতে আসেননি।

পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশই মাটি খুঁড়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে। এরপর সেগুলো থানায় নেয়া হয়। হাজার বোতল ফেনসিডিল পাঁচটি বস্তায় ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ফেনসিডিলের মালিককেও এ মামলায় আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

 

Scroll to Top