মধ্যরাতে বিএনপি নেতা খোকনকে আটকের অভিযোগ

সংগৃহীত ছবি

ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে গোয়েন্দা পুলিশ আটক করার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

রাত আড়াইটায় এ কথা জানান খোকনের সহধর্মিনী বিএনপি নেত্রী শিরিন সুলতানা। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সালাউদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

খোকনের সহধর্মিণী বিএনপি নেত্রী শিরিন সুলতানা জানান, রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের ভবনে তার ভাইয়ের বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করেছে।