নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করার অভিযোগে ৬ জেলেকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৮ অক্টোবর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এদিন মেঘনা নদীর বিশনন্দী, টেটিয়া, চৈতনকান্দা ও খাগকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি বড় টুনা জাল এবং ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়। দণ্ড পাওয়া জেলেরা হলেন, নরসিংদীর মাধবদী এলাকার মোক্তার হোসেন, সাদ্দাম হোসেন, আসিফ মিয়া, আলী মিয়া, ছালাউদ্দিন মিয়া ও হাছান।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারে যান জেলে মোক্তার হোসেন, সাদ্দাম, আসিফ, আলী, ছালাউদ্দিন ও হাছান। পরে ভ্রাম্যমাণ আদালত জেলে আসিফ ও হাসানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। বাকি চারজনকে দুই দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে (৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর) ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সময়ে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে।