যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজাকার রোকনুজ্জামান গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সাতক্ষীরার কুখ্যাত রাজাকার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খান রোকনুজ্জামানকে (৭২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার তাঁকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শিহাব করিম।

র‍্যাব জানায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে খান রোকনুজ্জামানসহ অনেক রাজাকার ও তাদের দোসররা সাতক্ষীরা এলাকায় মুক্তিকামী মানুষের ওপর নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা, গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত রোকনুজ্জামান।

তিনি পাকিস্তানি হানাদার বাহিনীকে নিয়ে সাতক্ষীরায় পাঁচজনকে গলা কেটে ও একজনকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা, দুই নারীকে ধর্ষণ ও ১৪ জনকে আটক করে নির্যাতনের মতো অপরাধে জড়িত ছিলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ২৪ মার্চ রোকনুজ্জামানকে এসব ঘটনায় দায়ের করা মামলায় মুত্যুদণ্ড দেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।