মাথায় রড পড়ে শিশু নিহতের ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক গ্রেফতার

মাথায় রড পড়ে শিশু নিহতের ঘটনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিক গ্রেফতার
প্রতীকী ছবি

নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে লোহার রড পড়ে শিশু নিহতের ঘটনায় মো. হাসান (৩২) নামে এক এক্সপ্রেসওয়ের শ্রমিককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (২৯ মে) রাতে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক সেকান্দার আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকরা কাজ করার সময় ২৮৬ ও ২৮৭ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় দায়িত্ব অবহেলার কারণে শ্রমিক মো. হাসানের হাত থেকে ৫-৬ ফুট দৈর্ঘ্যের একটি রড উপর থেকে একটি ফাঁকা দিয়ে নিচে পড়ে। এ সময় নিচে রেললাইন দিয়ে হেঁটে যাওয়া একটি শিশুর মাথায় রডটি ঢুকে যায়। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় শ্রমিক হাসানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে প্রকল্পের বনানী-মহাখালীর সাইট ম্যানেজার হাসিব হাসান মামলা করেন।

ঢাকা রেলওয়ে থানার এসআই সেকেন্দার আলী বলেন, নিহত শিশুর পরিচয় শনাক্ত করা যায়নি, তার কোনো স্বজনও আসেনি। যার কারণে মামলার বাদী হয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের একজন কর্মকর্তা। মামলায় এক্সপ্রেসওয়ের কর্মী হাসানকে আসামি করা হয়েছে। তার অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে।