মঙ্গলবার বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এস এ পরিবহণ শাখার পাশ্বেল বুকিং কাউন্টারের ভিতর বিশেষ অভিযান পরিচালনা করে ১টি লাল রংয়ের ডিসকভার মোটরসাইকেল (যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-ল-১১-২৮৮৮), ১টি সুনকা রিচার্জেবল ফ্যান লাইট প্যাকেট সহ ১৮০০ (এক হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০১ আসামীকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী- ১) মোঃ কায়সার হামিদ প্রঃ নয়ন(২৭), পিতা-মোঃ হোসাইন আহম্মদ, মাতা-ফাতেমা বেগম, সাং-ঠাকুরদিঘী, আকবরপাড়া, আকবরবাড়ী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- দেওয়ানবাজার, ভরাপুকুরপাড়, মেম্বারগলি, ইউনুস বিল্ডিং নীচ তলা ও হোসাইন ইলেক্ট্রনিক্স, ইউনুস বাই লেইন, দেওয়ানবাজার, থানা-বাকলিয়া, চট্টগ্রাম।
২৪ অক্টোবর ২০১৭ইং তারিখ দিবা পূর্ব রাত ১২.৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইলিয়াছ খান এর নেতৃত্বে এসআই/মোঃ গোলাম নেওয়াজ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এস এ পরিবহণ শাখার পার্শ্বেল বুকিং কাউন্টারের ভিতর বিশেষ অভিযান পরিচালনা করে ১টি লাল রংয়ের ডিসকভার মোটরসাইকেল(যাহার রেজিঃ নং-চট্টমেট্টো-ল-১১-২৮৮৮), ১টি সুনকা রিচার্জেবল ফ্যান লাইট প্যাকেট সহ ১৮০০(এক হাজার আটার শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো তাহার সহযোগী মোঃ ইকবাল(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, অভিনব পদ্ধতিতে চার্জার লাইটের ভিতর ঢুকিয়ে উত্তরাস্থ এসএ পরিবহন উত্তরা শাখায় ইকবাল প্রেরণ করার জন্য চট্টগ্রাম কাজীর দেউরি এসএ পরিবহণ শাখায় পার্শ্বেল কাউন্টারে উপস্থিত হয়েছিল বলিয়া স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে অতিঃ চট্টগ্রাম উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) মোঃ আকরামুল হোসেন সম্বলতি এক প্রসে বিজ্ঞপ্তিতে জানানো হয়ছেে।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম