নারায়ণগঞ্জে আওয়ামী.লীগের কার্যালয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

হামলার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে। গতকাল শুক্রবার রাতে ২৩ নম্বর ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর খবর পেয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর অভিযোগ, হামলাকারীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে পালিয়ে যায়। কার্যালয়ের ঠিক বিপরীত দিকেই বিএ‌ন‌পি নেতা ও উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসা। ঘটনার সময় তার বাসায় বিএন‌পির কিছু নেতাকর্মী উপস্থিত ছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে।

২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আঙ্গুর হোসেন বলেন, ‘শুক্রবার রাতে কবিলের মোড় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে রিকশাযোগে এসে তিনজন মুখোশধারী দুষ্কৃতকারী কার্যালয়ে প্রবেশ করে। ওই সময় কার্যালয়ে কেউ ছি‌ল না। তারা কার্যালয়ে থাকা আসবাব, চেয়ারসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ ছাড়া দুষ্কৃতকারীরা যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘ‌টায়।’

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে দ্রুত কার্যালয়ে সামনে এসে দেখি, হামলাকারীরা কৌশলে পালিয়ে যাচ্ছে।’

বন্দর থানার ওসি মো. আবু বকর ছিদ্দিক বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Scroll to Top