ঈশ্বরদীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার উদ্যোগে গতকাল মঙ্গলবার উদ্ধার করা হয়েছে ১৮ হাজার লিটার ভোজ্যতেল।
গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী বাজারের শ্যামল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার খোলা (লুজ) ভোজ্য সয়াবিন তেল, ১২৪৪ লিটার বোতলজাত তেল ও ৭ হাজার লিটার সরিষার মজুত তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় ২০ হাজার টাকা জরিমানা ও ভোজ্যতেল জনসম্মুখে ঈদের পূর্বের দামে ৭৬০ টাকা (৫ লিটারের বোতল) ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারী পরিচালক জহুরুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ঈশ্বরদীর নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান। ভোজ্যতেল আটকের পর ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জহুরুল ইসলাম জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ী শ্যামল পালকে সঠিক দামে মজুত তেল বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।