ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকা মূল্যের ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসিকে আদালত তিনদিনের রিমান্ড দিয়েছেন।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গতকাল রোববার সন্ধ্যায় আফ্রিকান নারী লেসেডি মোলাপিসিকে আটক করা হয়। সেদিন দক্ষিণ আফ্রিকা থেকে দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
শুল্ক বিভাগের ডেপুটি কমিশনার সানোয়ারুল কবির জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই বিদেশি তার লাগেজে কোনও ওষুধ থাকার কথা অস্বীকার করেন। কর্মকর্তারা তার লাগেজ স্ক্যান করার সময় ট্রলি ব্যাগের ভেতর গুঁড়া ও দানাদার পদার্থ দেখতে পান। পরে লাগেজ খুলে আটটি পলিব্যাগে হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে বিমানবন্দর থানায় মামলা করা হয়।