মানিকগঞ্জের সাটুরিয়ায় পর্নোগ্রাফি আইনের মামলায় অভিযুক্ত মো. রবিউল ইসলামকে (২০) সাটুরিয়া থানা পুলিশ টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত যুবক নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গত ২৮ আগস্ট দুপুর ১টার সময় গোসল করতে গেলে অভিযুক্ত মো. রবিউল ইসলাম (২০) গোপনে গোসল খানার টিনের ফাঁকা জায়গা দিয়ে গোসলের দৃশ্য মোবাইলে ধারণ করে। সেই ভিডিও তার স্বামীর মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে পাঠায়। এ ছাড়া আসামি রবিউল ইসলামের সঙ্গে তার স্বামীর টাকা-পয়সা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে বলেও জানান ভুক্তভোগী। এ ঘটনার পর শনিবার সকালে ভুক্তভোগী নিজেই রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।
সাটুরিয়া থানা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ওই ভুক্তভোগীর পর্নোগ্রাফির মামলায় গত শনিবার মো. রবিউল ইসলামকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করেন।