আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে প্রতিবেশীদের ফোন পাওয়ার পর পুলিশ বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেছে।

এদিকে নিহত নুসরাতের স্বামী মামুন মিল্লাত ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। মামুন পুলিশ কর্মকর্তা পরিচয়ে বি-২ নম্বর কোয়ার্টারে সাবলেটে নুসরাতকে নিয়ে বসবাস করছিলেন।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ সরকার জানান, \”ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নুসরাত বিয়ের পর ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার বাড়ি খাগড়াছড়ি জেলায়।\”

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বলেন, \”মৃত নারীর কাগজপত্র যাচাই করে তার পরিচয় মিলেছে। খাগড়াছড়িতে তার বাবাসহ স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঢাকায় এলে বিস্তারিত তথ্য মিলবে। এরপর ঐঘটনায় মামলা হবে। তিনি বলেন, সিলিং ফ্যান থেকে মরদেহ নামিয়ে তা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।\”

Scroll to Top