পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ছিনতাই!

জসিম উদ্দিন নামে পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে বিদেশগামী ব্যক্তির গাড়ি থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর খামারবাড়ি এলকায় এ ঘটনা ঘটে। পুলিশের ওই এএসআই খুলনা জেলায় কর্মরত বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হিমেল খান জানান, তিনি তার চাচাতো ভাই সফিক খানকে নিয়ে মঙ্গলবার রাতে ধানমণ্ডি থেকে বিমানবন্দর যাচ্ছিলেন। খামারবাড়ির সামনে তাদের প্রাইভেট কার থামানো হয়।

থামানোর সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহীরা নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে জোর করে দুটি মোবাইল ফোন নিয়ে নেয়।

এ সময় তারা ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ কর্মকর্তার নাম এএসআই জসিম। অপর ব্যক্তির নাম মিঠু।

শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ দেয়ায় বিষয়টি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ

Scroll to Top