এক নারীকে প্রকাশ্যে রাস্তায় বেধড়ক পেটানো হয়েছে নারায়ণগঞ্জ শহরের কিল্লাপুর এলাকায়। ওই মারধরের ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার ওই নারী নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গিয়ে ১০ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভিডিওতে দেখা যায়, একটি বিকাশের দোকানে আশ্রয় নিয়েছেন এক নারী। ওই সময় ওই নারীকে বাঁচাতে দোকানের শার্টার লাগিয়ে দেন দোকানি। একপর্যায়ে দোকানের শার্টার খুলে কয়েকজন যুবক ওই নারীকে টেনেহিঁচড়ে দোকান থেকে বের নিয়ে যান। পরে সেখানে তাকে বেধড়ক লাঠিপেটা করেন।
থানায় দেওয়া অভিযোগ সূত্র থেকে জানা যায়, কিল্লারপুল এলাকার এনায়েত আলী চিশতিয়া মাজারে প্রধান খাদেম হিসেবে দেখাশোনা করে আসছিলেন মোছাম্মৎ মাহবুবা আক্তার নুপুর নামের ওই নারী। মাজার নিয়ে পূর্ববিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাসিন্দা ইরান, রিপন, হুজুল, ফারুক, আমির, মনির, লাদেন, নিক্কাত, রনি ও আহমদ মিয়া মাজারের ভেতরে প্রবেশ করে, মাজারের দান বাক্স লুট করার চেষ্টা চালান। তারা মাজারের তালা ভেঙে ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। তখন মাহবুবা আক্তার নুপুর তাদের বাধা দেন। এতে তারা নুপুরের ওপর ক্ষিপ্ত হন। নুপুর ভয়ে কিল্লারপুলের একটি মোবাইলের দোকানে গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে তারা নুপুরকে টেনেহেঁচড়ে রাস্তায় ফেলে উপুর্যুপরি লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করেন। তখন নুপুরের সঙ্গে থাকা নগদ ১৬ হাজার টাকা, ১০ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও একটি ব্রেসলেট ছিনিয়ে নেন যুবকরা। পরবর্তীতে নুপূরের আত্মীয়-স্বজন খবর পেয়ে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসা শেষে আহত নুপূর বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই লিখিত অভিযোগ দেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এ বিষয়ে গতকাল শুক্রবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।