হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে এটি ঢাকার বিমানবন্দরে বড় চালান জব্দের ঘটনা।
সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মালয়েশিয়া থেকে একটি কার্গো বিমান ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই কার্গো বিমানে বাড়ি নির্মাণের বিভিন্ন পণ্য ছিল।
গতকাল সকাল ১০টার দিকে কার্গো বিমানের পণ্যের চালানটি বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের মেইনওয়্যার হাউস ১ নম্বরে আসলে শুল্ক গোয়েন্দারা পণ্যের চালানটি জব্দ করে।
পরে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৯২০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা। বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দ ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান।
বাংলাদেশ সময় : ১৪৩৫ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ