টাঙ্গাইলের মধুপুরে ইয়াবাসহ নারী গ্রেফতার

গতকাল শনিবার ভোরে টাঙ্গাইলে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমানিক ১ লাখ ৩২ হাজার টাকা। সে দীর্ঘদিন যাবৎ মধুপুরসহ বিভিন্ন থানা এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। মোছাঃ তাছলিমা বেগম নামে এই নারীকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী আদালতপাড়া থেকে গ্রেফতার করা হয়। আটককৃত তাছলিমা বেগম বোয়ালী আদালতপাড়ার মোঃ আলমগীর হোসেনের স্ত্রী।

এতে র‌্যাব জানায়, গতকাল শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানাধীন বোয়ালী আদালতপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৪৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে মোছাঃ তাছলিমা বেগম (৩৬)কে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ ও সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে।

জিজ্ঞাসাবাদে আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেলার মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য সরবরাহ করে আসছিল সে।

এদিকে, আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মধুপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Scroll to Top