পূর্বশত্রুতার জের ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ প্রসঙ্গে ভূঞাপুর থানার ওসি জানান, পূর্বশত্রুতার জের ধরে গতকাল বিকেলে নিকরাইল বাজারে ভূঞাপুরের নলুয়া ও কালিহাতীর গোহালিয়া বাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় তারা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় তিনিসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।