ভূঞাপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ আহত ২০

পূর্বশত্রুতার জের ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ উভয় গ্রামের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার নিকরাইল বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রসঙ্গে ভূঞাপুর থানার ওসি জানান, পূর্বশত্রুতার জের ধরে গতকাল বিকেলে নিকরাইল বাজারে ভূঞাপুরের নলুয়া ও কালিহাতীর গোহালিয়া বাড়ি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অংশ নেয় তারা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় তিনিসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে খায়রুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Scroll to Top