লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গতকাল বুধবার রাত ১১ টার দিকে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম রহিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। নিহত খতিবর রহমান মিন্টু (৫২) উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুড়িয়াটারি এলাকার আফসার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

এতে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে ব্যবসায়ী কাজে মোটরসাইকেল যোগে পাটগ্রাম অভিমুখে আসছিলেন মিন্টু। এদিকে বুড়িমারী স্থল বন্দর থেকে পাথরবোঝাই ট্রাক পাটগ্রাম অভিমুখে আসছিল। তখন ট্রাকটি খতিবর রহমান মিন্টুর মোটরসাইকেলটির পেছন দিক থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে স্থানীয়রা পাটগ্রাম থানা পুলিশের হাতে দিয়েছেন।

এদিকে নিহতের পরিবার সূত্র জানায়, খতিবর রহমান মিন্টু মাত্র দুই মাস আগে ব্যবসায়ী কাজের জন্য মোটরসাইকেলটি কিনেছিলেন।

Scroll to Top