গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ’ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে।
এ ঘটনা ঘটে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা উত্তরবাজার হাজী নুর আলমের স্টোরের সামনে। এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
এ প্রসঙ্গে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের লেদা শেড নং ৬৬৬, ব্লক-বি/১০ এর বাসিন্দা সোনালীর ছেলে মো. জোবায়েরকে (১৯) আটক করতে সক্ষম হয় র্যাব-১৫। এ সময় আটক আসামির হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৩৭০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় হস্তান্তর করা হয়েছে।