লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে পাতানো ছেলের স্ত্রীকে নিয়ে পালিয়েছেন শ্বশুর। গতকাল সন্ধ্যায় সুখী রানীর স্বামী হৃষিকেশ অধিকারী কালীগঞ্জ থানায় স্ত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ সুখী রানীকে নিয়ে পালিয়ে যান শ্বশুর প্রদীপ কুমার।
এতে আত্মীয়রা জানান, ৫ বছর আগে হৃষিকেশ অধিকারীর সাথে সুখী রানীর বিয়ে হয়। পরে তাদের একটি ছেলে সন্তানও হয়। বিয়ের পর ৪ বছর তাদের সংসার খুব ভালো ভাবেই চলছিল। কিন্তু সাম্প্রতিক প্রদীপ কুমারের সাথে সুখী রানীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এ ঘটনার প্রসঙ্গে সুখী রানীর স্বামী বলেন, আমাকে ছেলে বানান প্রদীপ। তারপর থেকে তিনি আমাদের বাড়িতে নিয়মিত আসতেন। আমার এমন ক্ষতি করবে তা আমি বুঝতে পারিনি।
এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছি। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।