বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার দেউলি সুবিদখালীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো চাকুর আঘাতে আব্দুল মান্নান মুজাহিদী নামে একজন নিহত হয়েছেন। এ সময় শাকিল, শাহিদুল, আযহার নামে তিনজন চাকুর আঘাতে গুরুতর জখম হয়। এদের মধ্যে আযহারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মান্নান মুজাহিদী ছিলেন পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ সকাল সাড়ে নটার পরে নিহত মান্নান মুজাহিদী স্থানীয় সালিশের মাধ্যমে ফয়সালার কৃত বাড়ি সংলগ্ন এলাকার জমিতে নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ কিতাব আলি, লিটন, শিপন গংরা ধারালো দেশীয় অস্ত্র, ও চাকু নিয়ে তাদের উপরে হামলা চালায়। এসময় মান্নান মুজাহিদীর বুকে চাকু দিয়ে তিনটি জখম করা সহ অন্যান্যদের উপর হামলা চালানো হয়। গুরুতর অবস্থায় মুজাহিদী সহ অন্যান্যদেরকে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মান্নান মুজাহিদকে মৃত বলে ঘোষণা করেন, এছাড়াও গুরুতর জখম আযহারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করেছে।