ঝালকাঠিতে খালে বিষ প্রয়োগ, ২ জনকে এক বছরের জেল

ঝালকাঠির রাজাপুরে পুখরিজানা মানকি খালে বিষ প্রয়োগের সময় চক্রের দুই হোতাকে আটক করেছে পুলিশ। তাদের এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদের এ কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার।

এ সময় তাদের কাছ থেকে প্যারাক্রম ও ফাইটারমেথিন নামে দুই বোতল বিষ, একটি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। দণ্ড প্রাপ্তরা হল, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামের মাসুম খলিফা ও চাঁনপুরা গ্রামের জসিম বেপারী।

ইউএনও মো. সোহাগ হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি রাজাপুর উপজেলার কয়েকটি খালে বিষ প্রয়োগ করে মাছসহ বিভিন্ন প্রাণী নিধন করে আসছিল। সোমবার রাত আড়াইটার দিকে খালে বিষ প্রয়োগের প্রস্তুতি নিলে পুখরিজানা মানকি খালের স্লুইজগেট এলাকায় তাদের এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

Scroll to Top